রাজধানীর বনানীতে গাড়িচাপায় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং আহত হওয়ার ঘটনার প্রায় দুই সপ্তাহ (১৪ দিন) পর মামলা নিয়েছে পুলিশ।
আহতের মেয়ে পুলিশের সার্জেন্ট মহুয়া হাজং বৃহস্পতিবার বনানী থানায় যে মামলা করেছেন, তাতে চালকের সাথে অজ্ঞাতনাম দুজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মামলাটি নেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
মামলা নিতে প্রায় দুই সপ্তাহ দেরির কারণ জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওসি।
উল্লেখ্য, ২ ডিসেম্বর মধ্যরাতে বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মনোরঞ্জন হাজং। দুই দফা অস্ত্রপচারে তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। তিনি বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
মনোরঞ্জনের একমাত্র মেয়ে মহুয়া ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।
মেয়ের অভিযোগ, তার বাবাকে ধাক্কা দেয়া লাল রঙের বিএমডব্লিউ গাড়িটির চালকের বিরুদ্ধে মামলা করতে গেলে বনানী থানা ফিরিয়ে দেয়।